প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২:৩২
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কালিকচ্ছ সূর্যকান্দি ব্রিজের পশ্চিম পাশে লস্কর পাড়া সংলগ্নে সরকারি খাল দখল করে খালের বুকে শাড়ি করে সিমেন্টের ফিলার বসিয়ে প্রবাহ বাধাগ্রস্ত করায় সরাইল উপজেলা সূর্যকান্দির এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
জানাযায়,উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্তি লস্কর পাড়ার সংলগ্ন সরকারি খাল দখল করে স্থাপনা তৈরি করে প্রবাহে বাধাগ্রস্ত করা হচ্ছিল।এ অপরাধে সঙ্গে জড়িত একজনকে পরিবেশ সংরক্ষণ আইনে দোষী সাব্যস্তক্রমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি খালের সীমান নির্ধারণ করার সিদ্ধান্ত হয়।
অভিযানে সরাইল থানার একটি টিম মোবাইল কোর্টকে পুলিশি সহযোগিতা করেন।