
সরাইলে বেড়েছে শিশু অটো রিকশা চালক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৬

গতকাল আমার এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে চোখে পড়ে একটি শিশু রিকশা উচালিয়া পাড়া মোড় দাড়িয়ে বলছে কই যাবেন। এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলি।নাম জানতে চাইলে সে একটা একটা হাসি দিয়ে বলে ‘আমার নাম জুলহাস। তার বয়স ১০ কিংবা ১১। তিন ভাই-বোনের মধ্যে সে বড়।জুলহাস তার পরিবারের সঙ্গে থাকে সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায়। তার বাবা দিনমজুরে কাজ করেন আর মা গৃহকর্মী হিসেবে অন্যের বাসায় কাজ

করেন। বড় একটি পরিবারে মা ও বাবার উপার্জনে সংসার চালানো কষ্ট তাই কাজে নেমেছে সে। এই অল্প বয়সেই রিকশা চালানোর মতো কঠিন একটি কাজ বেছে নিয়েছে। রোজ তার উপার্জন হয় ৫ শত থেকে ৬শত টাকা।জুলহাস জানায় সে স্কুলে যায় না, শুধু কাজই করে।
ঠিক কোন কারণে সে স্কুলে যায় না সেটা জিজ্ঞেস করলে কিছুক্ষণ নিরব ছিল সে। পরে বলে উঠেন রিসকায় বলে। জুলহাস বলেন,স্কুলে গেলে আমার সংসার চালাবে কে।বাবা অসুস্থ দিনমজুর একদিন কাজ করলে আরেকদিন কাজ করতে পারে না। আমার অল্প রোজি দিয়ে বাবার সাথে যোগান দিলে সংসারটা কোনভাবে চলে এমন করে বলছিলেন জুলহাস আর গাড়ি চালাচ্ছিল।


সর্বশেষ সংবাদ
