প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৫০
কুমিল্লার দেবীদ্বারে মুক্তিপনের ১০ লক্ষ টাকার দাবী পরিশোধ করতে না পারায় খুন হওয়া কক্সবাজারের ব্যবসায়ি মুছা আলী হত্যাকান্ডের ঘটনায় ২ জনকে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার টিম।
গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দেবীদ্বার বাগুর বাসস্ট্যান্ড ও কুমিল্লার বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম লিমন (৩০) ও সবুজ সরকার (২৭)কে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ৩১ জানুয়ারি কক্সবাজারের ব্যবসায়ী মোঃ মুছা আলী (৪০) কুমিল্লা দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাও গ্রামে শশুর বাড়িতে বেড়াতে আসেন। রাতেই আসামীরা মোবাইল ফোনে ঢেকে নিয়ে তাকে অপহরণ করেন এবং মুক্তিপন হিসেবে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করা হয় ভিকটিমের স্ত্রী রাজিয়া বেগমের নিকট। ভিকটিম মুছা আলীর স্ত্রী দাবীকৃত ১০ লক্ষ টাকার পরিবর্তে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা অপহরণকারীদের প্রদান করেন। এরই প্রেক্ষিতে অপহরণকারীরা দাবীকৃত অর্থ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ভিকটিমের পায়ে, হাতে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে দেবীদ্বার উপজেলা পশ্চিম বাগুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম মুছা আলীকে উদ্ধার করে বাগুর মেডিনোভা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী রাজিয়া আক্তার (৩৮) বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মোঃ মুছা আলী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাজিরপাড়া গ্রামের হাজী মৃত মাজেদ আলীর ছেলে।
পরবর্তীতে ওই ঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযানে নামেন র্যাব। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি টিম গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে কুমিল্লার বাগুর বাসস্ট্যান্ড ও কুমিল্লার বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে নগরীর রেইসকোস এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ রফিকুল ইসলাম লিমন(৩০) ও দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে সবুজ সরকার(২৭)কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, নিহত মুছা আলী তার শ্বশুর বাড়ি তুলাগাঁও এলাকায় প্রায় আসা-যাওয়া করতেন। এরই সূত্র ধরে আসামিদের সঙ্গে মুছা আলীর পরিচয় হয়। আসামিরা পরিকল্পিতভাবে মুছাকে অপহরণ করে তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী দাবি করা টাকার বদলে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা আসামিদের দেয়। তবে চাহিদা অনুসারে টাকা না পেয়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে ভিকটিমের পায়ে, হাতে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো, নয়ন মিয়া শনিবার রাত সোয়া ৭টায় জানান, র্যাবের অভিযানে আটক ২ আসামীকে এখনও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়নি। যেহেতু র্যাব সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেহেতু রাতে আটক আসামীদের হস্তান্তর করতে পারে।