প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইশা পরিবহন নামের একটি দূরপাল্লার বাস ঘরের ভিতর ঢুকে পড়েছে। এঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাস চালকের সহকারী মারাত্মক আহত হন।
রোববার সকাল নয়টার দিকে ভূরুঙ্গামারী উপজেলারা আন্ধারীঝাড় ইউনিয়নের সড়ককাটা নামক এলাকায় এই ঘটনা ঘটে।
বাসযাত্রী আবুল কাশেম জানান, ঢাকা থেকে ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা মাইশা পরিবহন নামের বাসটি সড়ককাটা এলাকায় পৌঁছলে একটি অটো রিকশাকে ওভারটেক করার সময় সামন দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে উপক্রম হয়।
চালক বাসটিকে সড়কের বাম দিকে সরিয়ে নিলে ট্রাকটি বাসের পিছনের দিকে প্রচন্ড জোরে ধাক্কা দেয়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটির সামনের অংশ সড়কের পাশের একটি ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। আমরা বাসের জানালা দিয়ে বাহিরে বেরিয়ে আসি। বাস চালকের সহকারী দেয়ালের ইটের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘরের মালিক আসর আলী বলেন, সকাল নয়টার দিকে মাইশা নামের একটি বাস আমার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এসময় ঘরের ভেতরে কেউ ছিলনা। বাস ঘরের ভেতরে ঢুকে পড়ায় ঘরে দেয়াল ও আসবাবপত্র ভেঙে গেছে।
মাইশা পরিবহনের ভূরুঙ্গামারী কাউন্টার ম্যানেজার নুরআলম জানান, বাস চালকের সহকারী নাহিদ (২১) মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।