প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না। সেই চাপকে শক্তিতে রূপান্তর করে মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করেছে লাল-সবুজের তরুণ ফুটবলাররা।
ম্যাচের ১৩ মিনিটেই অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে বক্সে ঢুকে মুর্শেদ আলী জোরালো শটে গোল করে এগিয়ে দেন দলকে। পরে প্রথমার্ধেই আরও একটি আক্রমণ থেকে মুর্শেদের পাস পেয়ে গোল করেন সুমন সরেন।
ভুটান দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণদেয়াল ছিল আজ ভীষণ দৃঢ়। বারবার আক্রমণ ঠেকিয়ে তারা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে।
ম্যাচের একেবারে শেষদিকে এসে অধিনায়ক ফয়সাল নিজেই গোল করে স্কোরলাইন ৩-০ করেন। সেই গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের সেমিফাইনাল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগামী ১৬ মে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলবে। ফুটবল অনুরাগীদের প্রত্যাশা, এই ছন্দ ধরে রেখে ফাইনালেও জায়গা করে নেবে লাল-সবুজের তরুণরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল, সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫, ভুটান বনাম বাংলাদেশ ম্যাচ, অনূর্ধ্ব-১৯ সেমিফাইনাল, বাংলাদেশ ফুটবল জয়