প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৪, ০:১৭
নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও সরাইল- আশুগঞ্জ আসনের সর্বস্তরের মানুষের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িযা-২(সরাইল-আশুগঞ্জ ) আসন থেকে বিপুল ভোটে নবনির্বাচিত এমপি আওয়ামীলীগের (স্বতন্ত্র) জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.মঈন উদ্দিন মঈন। মঙ্গলবার ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন সরাইল উপজেলার সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর বারটার দিকে নবনির্বাচিত এমপি (স্বতন্ত্র) মো. মঈন উদ্দিন মঈন আসার খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শতশত কর্মী-সমর্থক উচালিয়াপাড়া মোড় থেকে বিশাল মোটরসাইকেল বহরে তাকে নিয়ে বরণ করে নিয়ে আসেন। এ সময় সরাইল উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে পৌছামাত্র নবনির্বাচিত এমপিকে শতশত নেতাকর্মী-সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান।এ সময় উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে শতশত নেতাকর্মীও কর্মী-সমর্থক দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নতুন এমপি মো. মঈন উদ্দিন বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন' তা কোনদিন ভুলবো না। আমি যে ভালোবাসা পেয়েছি ধন্যবাদ দিয়ে শেষ করব না। ভালোবাসার প্রতিদান আমি ভালোবাসা দিয়েই দেব। সরাইল আমার নির্বাচনী এলাকা, আশুগঞ্জ আমার জন্মভূমি। আমি দুই উপজেলাকে সন্তানের মত দেখব। মার নিকট সন্তান যেমন নিরাপদ, এই জনপদের প্রত্যেকটা মানুষ আমার নিকট তেমনই নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, আমাকে আপনাদের শরীরে'র ঘাম,পরিশ্রমের অর্থ দিয়ে জয়ী করেছেন। আমি আপনাদের এই ভালোবাসার কাছে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হয়ে থাকব।
আমি সরাইলের প্রতিটি ইউনিয়নে সকলের সহযোগিতায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। শুধু মুখের কথায় নয়, জনগণের কাছে প্রতি এক মাস অন্তর, প্রতিটি কাজের জবাবদিহিতা দেব। তিনি আরও বলেন, আমি কোন প্রতিশ্রুতি দেইনি। আমি বলেছি, বাবা মা তার একমাত্র সন্তানকে যেভাবে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসে ও সাজায় আমিও সরাইল আশুগঞ্জকে ঠিক নিজের একমাত্র সন্তানের মত করে সাজাব। পরিশেষে তিনি বলেন, আপনারা ভাল থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মো.হোসেন মিয়া,আওয়ামী লীগ নেতা মো.মাহফুজ আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আবদুর রাশেদ, সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা, রোকেয়া বেগম, জেলা পরিষদ সদস্য মো. পায়েল মৃধা,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন,অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তালেব মিয়া,পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সাইফুল ইসলাম, চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ হাবিবুর রহমান,পানিশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.আমজাদ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো.আমিন খান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো.বাবুল হোসেন, মো. সাদ্দাম মিয়া,
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.সিজার,উপজেলা ছাত্র লীগের সভাপতি মো.শরিফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.ইশতিয়াক আহমেদ বাপ্পি,সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) আসনে ২৮ হাজার ৬৩৬ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন কলারছড়ি মার্কা। তার প্রাপ্ত ভোট ৮৪ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এড. জিয়াউল হক মৃধা (ঈগল প্রতীকে) পেয়েছেন ৫৫ হাজার ৪৩১ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার ৪ লাখ দশ হাজার ৭২জন। আসনটির ১৩২ ভোট কেন্দ্রের ৮৫৯ টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।