প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ০:২৩
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের ‘ঈগল’ প্রতীকের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধানী টিমের ভ্রাম্যমান আদালত। ওই সময় অজ্ঞাতনামা লোকদের কর্তৃক নির্বাচনী দায়িত্বে থাকা অনুসন্ধানী টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা, ভাংচুর ও এক সহকারী আহত হওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় দেবীদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘ঈগল’ প্রতীকের নির্বাচনী সভা চলাকালে কাঁচা সড়কের উপর ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত সাড়ে ৯ টায় উত্তর ভিংলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের ‘ঈগল’ প্রতীকের সমর্থকরা নির্ধারিত সময়সীমা রাত ৮টার পরও মাইকে জনসভা করছিল। এ সংবাদে অনুসন্ধানী টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যেয়ে ‘ঈগল’ প্রতীকের পক্ষে জনসভার আয়োজক ভিংলাবাড়ি গ্রামের আমির আলীর পুত্র আব্দুল আলীমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।(মামলা নং-৫৯/২০২৩)। এসময় জরিমানা আদায়ে বাঁধা দিয়ে উপস্থিত ‘ঈগল’ প্রতীকের সমর্থকরা উত্তেজনা সৃষ্টি করে। তখন ভীড়ের মধ্যে পেছন থেকে অজ্ঞাতনামা লোকজন অনুসন্ধানী টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)’র সাদা রংয়ের ডাবল কেবিন পিকআপ গাড়ী (রেজিঃ নং-কুমিল্লা-ঠ, ১১-০১০২)’কে লক্ষ্যে করে ইট-পাটকেল নিক্ষেপ করলে, গাড়ীর সামনের গ্লাসটি ফেটে যায় এবং ইট পাটকেলের আঘাতে ভূমি অফিসের সহকারী মো. আলাউদ্দিন আহত হন, আলাউদ্দিনকে দেবীদ্বার উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ওই হামলা ও ভাংচুরের ঘটনায় দেবীদ্বার পৌরসভার ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন(৩৫) বাদী হয়ে ১৮৬/৩৫৩/৪২৭নং ধারার পেনাল কোডে অজ্ঞাতনামা আসামীদর বিরুদ্ধে দেবীদ্বার থানায় মামলা করেন, মামলা নং-০১। মামলায় গাড়ির গ্লাস ভাঙ্গায় ক্ষয় ক্ষতির পরিমান দেখানো হয়েছে প্রায় ৭০ হাজার টাকা।
এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নয়ন মিয়া বলেন, দেবীদ্বার পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছে। মামলাটি তদন্তাধীন, অভিযুক্ত কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।
উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার নিগার সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ বলেন, ঈগলের গনজোয়ারে ঈর্ষান্বিত হয়ে প্রসাশনের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকেরাই এমন ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করা হচ্ছে।