প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ২:৩৮
দিনাজপুরের হাকিমপুরে নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক ৮ম ও ৯ম শ্রেণীর বিষয় ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে নওপাড়া নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চারশত শিক্ষক শিক্ষিকার ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবীব, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ নওপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মনশাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান, ছাতনী চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর চন্দ্র সরকার, ট্রেইনার ইউসুফ আলী, আসলাম উদ্দিন, তারেক মাহমুদ, কাওসার রহমান, মনজুরুল ইসলাম, হায়দার আলী, প্রশিক্ষনার্থী গোলাম রব্বানী, আক্তারা বানুসহ প্রশিক্ষনার্থী অনেক শিক্ষকরা।
মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব বলেন, আগামী ৩১ ডিসেম্বর এ প্রশিক্ষণের সমাপ্তি হবে। তবে আজ আগামীকাল প্রশিক্ষণ চলার পরে (২৩-২৫ ডিসেম্বর) বন্ধ থাকবে। পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।