প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ২:৪১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে প্রতীক বরাদ্দ পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সাথে কুশল বিনিময় করে দোয়া নিলেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার সভা কক্ষে ওই আসনের দুই চির প্রতিদ্বন্দ্বীর সামনা সামনি বসা এবং প্রতীক বরাদ্দের পর হ্যান্ডশেক ও কুশল বিনিময়ের চিত্র দেখতে পান উপস্থিত সকলে। স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ঈগল প্রতীক বরাদ্দ পেয়ে কক্ষ থেকে বাহির হওয়ার আগে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের দিকে এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করে দোয়া চাওয়ার চিত্র উপস্থিত সকলকে অভাগ করেছে।
২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী দেবীদ্বার উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন আবুল কালাম আজাদ। সে নির্বাচনে বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুলের আপন চাচা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এএফএম তারেক মুন্সীকে পরাজিত করে নৌকার বিজয় ছিনিয়ে নেয় আবুল কালাম আজাদ। বিজয়ের পর সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের একচ্ছত্র আধিপত্তে তিনি বাঁধ সাঁদেন। সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের বিরোধ সংঘাত, হামলা, মামলার ঘটনায় তারা দুজনেই দেশব্যাপী আলোচিত হয়ে উঠেন।
গত বছরের ১৬ জুলাই বিকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলাপরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে কিল-ঘুষি ও হাতাহাতি ঘটনা ঘটে। ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠে দেবীদ্বার। ওই ঘটনা দেশব্যাপী বেশ আলোচিত হয়ে উঠে। চেয়ারম্যান পদে মাত্র আড়াই বছর দায়িত্ব পালন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করে পূনরায় আলোচনায় আসেন আবুল কালাম আজাদ।
প্রতীক পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি বলেন, নির্বাচনে জয়ের বিষয়ে এখনও কিছু বলবো না, সময় বলে দেবে পরিস্থিতি কোন দিকে যায়। তবে যদি জনগণ ভোট দিতে পারে ঈগল মার্কার জয় সুনিশ্চিত। এমপির সাথে হটাৎ হ্যান্ডশেক করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দোয়া চাইলাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল, স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
অন্যান্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ আসগর। তৃনমূল বিএনপি মনোনীত প্রার্থী (সোনালী আঁশ প্রতীক) এডভোকেট মোঃ মাহবুবুল আলম। বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী (একতারা প্রতীক) মোহাম্মদ শফিউল বাদশা। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) (আম প্রতীক) প্রার্থী মো. ইকরাম হোসেন। বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর (ফুলের মালা প্রতীক) মো. আজহারুল করিম মূন্সী। ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী (চেয়ার প্রতীক) শিমুল হোসেন। ইসলামী ঐক্য জোট (আইওজে) মনোনীত প্রার্থী (মিনার প্রতীক) রফিকুল্লাহ সাদী। বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর (টেলিভিশন প্রতীক) প্রার্থী সাহেরা বেগম। গনফ্রন্টের (মাছ প্রতীক) মো. আলাউদ্দিন। বাংলাদেশ কল্যাণ পার্টির (হাত ঘড়ি প্রতীক) প্রার্থী মো. নাসির আল মামুন।
দেবীদ্বার সহকারী রিটানিং কর্মকর্তা নিগার সুলতানা জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫২ কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৫ জন ভোটারের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এসকল ভোটারদের মধ্যে ১ লক্ষ ৯৪ হাজার ২৭৬ জন পুরুষ এবং ১ লক্ষ ৮০ হাজার ২৫০ জন নারী ভোটার রয়েছে। তাছাড়া এবার ১১৪ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে ১১টি রাজনৈতিক দল ও ১জন স্বতন্ত্র প্রার্থীসহ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।