প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ২:৩১
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো.মো.মেজবা উল আলম ভূঁইয়া'র সাথে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। উপজেলা পিআইও মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ মো. মাহফুজ আলী।
সোমবার (১৮ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি আহবায়ক মো. তাসলিম উদ্দিন, মো, আরিফুল ইসলাম( সুমন),মো. নুরুল হুদা,মো. রকিবুর রহমান রাকিব, সুদীপ দত্ত তনু,আতিকুল ইসলাম ইফরান,সিফাত ইসলাম প্রমূখ। এ-সময় উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবা উল আলম ভূঁইয়া সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের কাছে দায়িত্ব পালনের ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য গত ১১ ডিসেম্বর মো.মেজবা উল আলম ভূঁইয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সরাইল উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।