প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৩, ২:১৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৮ পিচ ইয়াবা সহ ধর্মচন্দ্র বর্মন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা'র নির্দেশনায় উপ-পরিদর্শক আবু হানিফ মন্ডল, এএসআই আইয়ুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজারের এমপি'র মোড়ে ধর্মচন্দ্র বর্মন অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্মচন্দ্র বর্মন পালানোর চেষ্টা করে। তার দেহ তল্লাশি চালিয়ে ৮ পিছ ইয়াবা সহ ধরতে সক্ষম হই।
গ্রেফতারকৃত ধর্মচন্দ্র বর্মন মন্ডলাদাম গ্ৰামের মৃত বিনয় চন্দ্র বর্মনের ছেলে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত আসামী ধর্মচন্দ্র বর্মনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত ধর্মচন্দ্র বর্মনকে আদালতে সোপর্দ করা হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।