প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৩, ২৩:৯
আজ শুক্রবার ৮ ডিসেম্বর সরাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে সরাইল পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে সরাইলে দিবসটি পালন করা হচ্ছে।
দীর্ঘ নয় মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে এদিনে সরাইল মুক্তিযোদ্ধা,মিত্র বাহিনীসহ গণ মানুষের আনন্দ উল্লাসে প্রকম্পিত হয়ে উঠে।দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল দশ টায় সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারেআলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলি, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অক্ষয় কুমার চৌধুরী ,বীর মুক্তিযোদ্বা আব্দুল রাশীদ,বীরমুক্তি যোদ্ধা আবদুর রহিম, প্রমুখ,এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্টানে বক্তারা বলেন,৮ ডিসেম্বর সরাইল মুক্ত দিবস প্রশাসনিকভাবে পালন করার আহ্বান জানান।