প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৩, ৩:৪০
কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য পদত্যাগী দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদকে হুমকি দেওয়ার মাধ্যমে আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার’কে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
লিটন সরকারের বিরুদ্ধে প্রয়াজনীয় ব্যবস্থা নিতে কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবেনা তৎমর্মে বৃহস্পতিবার (৭ ডিসম্বর) লিখিত নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি কুমিল্লা-৪ ও যুগ্ম জেলা এবং দায়রা জজ ২য় আদালতর বিচারক মোঃ ইমাম হাসান। আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টার সময় কুমিল্লার ২য় আদালতে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে এবিষয়ে কারণ দর্শানার জন্য তাকে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, আপনি মোঃ লিটন সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। গত ৬ ডিসেম্বর তারিখে একটি দৈনিক পত্রিকায় অনলাইন ভার্সন প্রচারিত সংবাদ নির্বাচন অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদে উল্লেখ করা হয়, আপনি (লিটন সরকার) বিগত ৫ ডিসেম্বর বিকাল বেলায় দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নর যুবলীগের উদ্যোগে আয়াজিত আলাচনা সভার আপনার বক্তব্যর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে যাহাতে আপনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে বলন, "রাজী মোহাম্মদ ফখরুলর থাবা থেক বাঁচার ক্ষমতা কারও নাই। রাজী মোহাম্মদ ফখরুলতো পরের বিষয়, তুই আগে আমার থাবা থেকে বাঁচ, ওপেন চ্যালেঞ্জ দিলাম। কমপিটিশনতো দূরর কথা জামানত থাকতো না। আপনি আরা বলেন, তোর ইউনিয়নের মধ্য তুই আমার সামনে দাঁড়া, তুই কত বড় সেয়ানা হইছত, কত বড় গুন্ডা হইছত, তুই আমরার সম্মুখে নৌকার বিরুদ্ধ নির্বাচন করতাছত। আমি তোর বাড়ীতে গিয়ে ধরমু। "পত্রিকায় প্রকাশিত সংবাদ সত্য হলে তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা, ২০০৮ এর ১১(ক) বিধির লঙ্ঘন। উল্লখ্য যে, ভিডিও ক্লিপটি কমিটির নিকট সংরক্ষিত আছ। এমতাবস্থায়, উক্ত বিষয়ে আপনার (লিটন সরকার)বিরুদ্ধ প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবনা তৎমর্মে আগামী ১০ ডিসেম্বর রোজ রবিবার বলা ১১ টার সময় নির্বাচনি অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন-২৫২ কুমিল্লা-৪ এর অস্থায়ী কার্যালয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত কুমিল্লাতে স্বশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো।
এ বিষয়ে লিটন সরকার জানান, আমি নির্বাচন অনুসন্ধান কমিটির কারন দর্শানোর নোটিশ পেয়েছি। যথাসময় নোটিশের জবাব দিতেও প্রস্তত আছি। স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ আমাকে নৌকা ছেড়ে তার পক্ষে কাজ করতে বলন, আমি রাজী না হওয়ায় আমাকে তিনি নানাভাবে হুমকী দিয়েছে। তাই আমি বলেছি,- "রাজী মোহাম্মদ ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নাই। রাজী মোহাম্মদ ফখরুলতো পরের বিষয়, তুই আগে আমার থাবা থেকে বাঁচ। এটা ছিল আমার রাজনৈতিক বক্তব্য। আমার বক্তব্যকে খন্ডিত আকারে প্রকাশ করা হয়ছে। আমি তাকে কোনো হুমকী দেইনি।