প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ৩:৭
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির মাসিক সভা (২৮ নভেম্বর ) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন।
সভায় বক্তব্য রাখেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা নাসরিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো.তাসলিম উদ্দিন,সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল খোদা চৌধুরী বাদল, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আলী, শাহজাদা পুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাত সুলতানা,উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা. বিউটি আক্তার।
বাজারের যানজট,মাদক,ডাকাতি,চুরি, শিক্ষা সিন্ডিকেট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বক্তব্য প্রদান করেন বক্তারা। সভায় বক্তব্যে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে, সকলকে এগিয়ে আসতে হবে।
বক্তারা বলেন, চুরি-ডাকাতি মাদক বিক্রি ও সেবনসহ সকল অপরাধ নির্মূলে যথাযথ পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি উপজেলার মানুষের জানমালের যথাযথ নিরাপত্তা দিতে সরাইলে বাড়ি সামনে রাতে বিদ্যুৎ লাইট, সিসি ক্যামেরা স্থাপন,প্রস্তাবও করা হয় সভায়। সরাইল অন্নদা মোড়ে যানজটমুক্ত রাখার বিষয়ে জোর দাবি জানান।এ ছাড়া সরাইল উপজেলা মানসম্মত শিক্ষা দানে।শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক প্রয়োজন। দক্ষ শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের পাঠ দানের দাবি জানান বক্তারা।
আইন- শৃঙ্খলা সভাপতি ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন চুরি ডাকাতি নির্মূলে থানার পুলিশকে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।