রাজধানীর নর্দায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৈশাখী পরিবহনের ওই বাসের চালক জানান, কোন কিছু বুঝে উঠার আগেই দেখি বাসের পিছনের সাইটে আগুন জ্বলছে। পরে বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখি দুইটা মোটরসাইকেলে করে ছয় লোক আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। দ্রুত নেমে তাদেরকে ধরার চেষ্টা করেও ধরা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, প্রাথমিকভাবে ধরণা করতেছি বাসে অকটেন বা পেট্রােল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে।