প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ২:৯
মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে শিশুসহ দুই মহিলাকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে ঘটনাটি শহরের কলেজ রোড এলাকায় ঘটেছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেনÑ পলি আক্তার (২৬), শিউলি সোহাগ (২৫), ওরম ফাররুক (০২)।
মাদারীপুর থানা পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানা গেছে, জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রামে ৩ শতাংশ বাড়ির জমি পনের বছর আগে সৈয়দ আলী মাদবর দলিলমূলে মালেক সরদারের কাছে বিক্রি করে। বর্তমানে মালেক সরদারের এক ছেলেকে বিদেশে পাঠানোর জন্য টাকার প্রয়োজন হলে ওই ৩ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেয়। পৈত্রিক জমি পুনরায় ক্রয় করার জন্য সৈয়দ আলী মাদবরের ছেলে ইব্রাহিম মাদবর ৮০ হাজার টাকা প্রস্তাব দিলে সেই টাকায় জমি ফেরত দিতে অস্বীকৃতি জানায় মালেক সরদারের লোকজন।
এই ঘটনার জের ধরে মঙ্গলবার বেলা ১২ টার দিকে মাদারীপুর শহরের কলেজ রোডের ভাড়া বাসায় দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডার জেরে মালেক সরদারের লোকজন ও ইব্রাহিম মাদবরের লোকজনকে হামলা করে শিশুসহ দুই মহিলাকে আহত করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে শিউলি আক্তার মাথায় গুরুতর জখম অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, ‘কলেজ রোড এলাকায় জমির বিরোধ নিয়ে একটি মারামারি খবর পেয়েছি। তবে থানায় কেউ এখনো এসে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।