প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০:৫
মাদারীপুরে জমির সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় স্বামী ও স্ত্রী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন মাদারীপুর পৌর এলাকার হাবিবুর রহমান (৪৫) এবং তার স্ত্রী নাজনীন বাহার লোটাস (৪৫)।
পুলিশ ও আহত পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ আগষ্ট মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামের ১০৬ নং মৌজার ৭০ শতাংশ জমি আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও হাবিবুর রহমানের চাচাতো মামা জাহান্দার আলী শরীয়াতপুর জেলার চন্দ্রপুর গ্রামের লিয়াকত হোসেনের কাছে গত ১৬ মার্চ দখল স্বত্ত্বের রেকর্ড মূলে বিক্রি করে। গত ২৭ আগষ্ট ওই জমিতে লিয়াকত হোসেনের ভাই মিজানুর রহমান অবকাঠামো নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী নিয়ে আসার খবর পেয়ে সেখানে হাবিবুর রহমান উপস্থিত হয়ে বাঁধা প্রধান করে। এসময় লিয়াকত হোসেনের পক্ষ হয়ে জাহান্দার আলীও বাঁধা প্রধান করে। এসময় দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটলে আহত হন হাবিবুর রহমান ও তার স্ত্রী।
এ বিষয়ে হাবিবুর রহমান বলেন, আমার সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্তেও তথ্য গোপন করে জাহান্দার আলী বিক্রি করে দেয়। আমি বাধা দিতে গেলে আমি এবং আমার স্ত্রীকে মারধর করে।
এ ব্যাপারে জাহান্দার আলী জানান, ওটা আমাদের রেকর্ডীয় সম্পত্তি। হাবিবুরকে আমি মারতে যাইনি। উল্টো সে আমাকে মারধর করে এবং আমার মান সম্মান নষ্ট করার বিভিন্ন হুমকি প্রধান করে।
এই বিষয়ে মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনার তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।