প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ২:২৪
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় রইছ মোল্লা মার্কেটে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ থেকে২০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে। সোমবার (২৮ আগস্ট) দিবাগত মধ্যরাত প্রায় আড়াই দিকে উপজেলার উচালিয়াপাড়া মোড়ে রইছ মোল্লা মার্কেটে হাকিম মিয়ার মেসার্স শারমিন ট্রেডার্স এ ঘটনা ঘটে।
পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন লাগে।খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে রাত আড়াই আগুন নেভায়। এতে হার্ডওয়ারির দোকানে থাকা মালামাল পুড়ে গেছে।
মেসার্স শারমিন ট্রেডার্স মালিক আব্দুল হাকিম বলেন, ১৭ বছর হয় ব্যবসা করে আসছি। রাতের আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। আগুনের সূত্রপাত সম্পর্কে বলতে তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে আমি সঠিক ভাবে জানিনা। তবে ধারণা করা হচ্ছে কারেন্ট থেকে আগুন লেগেছে। তবে আমি এখন দেখছি দোকানের ভিতরে কেরোসিনের গন্ধ। আমার এতো বছরের ব্যবসার যত মালামাল ছিল শেষ হয়ে গেছে।প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি শেষ হয়ে গেছি।
সরাইল ফায়ার স্টেশনের কর্মকর্তা সুবল চন্দ্র দেবনাত এ প্রতিনিধিকে জানান, আগুনে দোকানটিতে থাকা হার্ডওয়্যারের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে অনেক মালামাল ক্ষতি হয়ে গেছে। এময় তিনি বলেন, সরাইল থানার পুলিশ খবর দিলে। ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে রাত আড়াই আগুন নেভায়।