প্রকাশ: ৮ আগস্ট ২০২৩, ৩:১৮
বরিশালের হিজলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মাঠ পর্যায়ের দরিদ্র, অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, সহকারী কমিশনার(ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ জোবায়ের। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ। আলোচনা সভার শেষে ৭জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
সেলাই মেশিন প্রাপ্তরা হলেন, মেমানিয়া ইউনিয়নের ইয়ানুর বেগম, রোকেয়া বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়নের মোসাঃ ইয়ানুর বেগম, রীনা, নাছিমা বেগম, হেলেনা বেগম ও বড়জালিয়া ইউনিয়নের মোসাঃ খাদিজা। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ,শিক্ষক, গণমাধ্যমকর্মী, স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি।