প্রকাশ: ৮ আগস্ট ২০২৩, ২:২৭
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতি চারণ, আলোচনা সভা, উপজেলার অসহায় ও অসচ্ছল উপকারভোগী মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়।
মঙ্গলবার (৮ আগস্ট) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মোকলেদা খাতুন মীম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, হাকিমপুর থানার ওসি আবু ছায়েম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।