প্রকাশ: ৬ আগস্ট ২০২৩, ২:১০
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু ও শেরে বাংলা হলে হেলমেটধারীদের হামলার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ১১টার পরের এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও মধ্যরাত পর্যন্ত বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। আহতরা সকলেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন আহতরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে হেলমেট, রুমাল ও মুখোশ দিয়ে মুখ ঢাকা ১৫-২০ জনের একটি গ্রুপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা শেরে বাংলা হলের ভেতরে প্রবেশ করে প্রধান ফটক আটকে দিয়ে চতুর্থ ও পঞ্চম তলায় গিয়ে কয়েকটি কক্ষে তল্লাশি করে। এরপর তারা বঙ্গবন্ধু হলের চতুর্থ তলায় যায়। সেখানে তারা মুয়ীদুর রহমান বাকি (২৮), সাইমুন ইসলাম (২৬), আয়াত উল্লাহ (২৫) সহ ৮/১০ জনের ওপর ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
আহত শিক্ষার্থী সাইমুন ইসলাম জানান, রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুবাশ্বির রিদমসহ বেশ কয়েকজনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন মুখোশ ও হেলমেটধারীরা এই হামলা চালায়। এদিকে নানান অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কঠোর কোন পদক্ষেপ না নেয়ায় এভাবে হামলা চালানোর সাহস পেয়েছে বলে দাবি করেছেন অপর আহত মুয়ীদুর রহমান বাকি।
এদিকে হামলার ঘটনার খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে যেমন থমথমে অবস্থা বিরাজ করছে, তেমনি সাধারণ শিক্ষার্থীরাও রয়েছে আতঙ্কে।
তবে আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, রাতে হামলার বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। ঘটনাস্থলে দুই হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।