প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০:১৫
মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফাতেমা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম সদর উপজেলার ঘটকচর এলাকার মোশারফ হাওলাদারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে মোস্তফাপুর বাসস্ট্যান্ডের ফোরলেন দিয়ে সড়ক পাড় হচ্ছিলো ফাতেমা বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী সোনালী পরিবহনের একটিযাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কের উপরে ছিটকে পরে গুরুতর আহত হয় সে। পরে ফাতেমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মোশারফ হাওলাদার বলেন, চালকের কোনো দক্ষতা নাই। উল্টা সাইডে এসে আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। আমি এ ঘটনায় ওই চালকের বিচার চাই।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেলে অফিসার, ডা. ফয়েজুর রহমান বলেন, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। ধারণাকরা হচ্ছে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর চালক ও বাসটি সটকে যায়। অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।