প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ২:১
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার (২৬ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৬তম দিনের মতো কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।
বুধবার সকালে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি যেখানেই সমাবেশ করছে সেখানেই নানা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার ঢাকায় কর্মসূচির দিন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হলে তার দায় কে নেবে?
দীপু মনি বলেন, নির্বাচনের আগে যখন বিরোধী দল নানাভাবে আন্দোলন করছে, ঠিক সেই সময় শিক্ষকদের আন্দোলন। এতে উসকানি আছে। সরকার যখন কাজ করছে, তখন রাস্তায় থেকে আন্দোলন করছেন? তিনি শিক্ষকদের আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান।
পরে শিক্ষামন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করে বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে।
আমরা সুস্পষ্ট ঘোষণা অথবা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।