প্রকাশ: ৬ জুলাই ২০২৩, ১:৪১
মাদারীপুরের ডাসার উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুক পুর্নবাসনের লক্ষ্যে উপজেলার ৮জন ভিক্ষুকদের মাঝে ১ লক্ষ ৯২ হাজার টাকা মূল্যের গরু ও ছাগল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা পাবলিক হেলথ প্রকৌশলী গোপিনাথ পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের,আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান প্রমুখ।