প্রকাশ: ১৮ মে ২০২৩, ৩:১
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের আজ শেষ দিন ১২ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (১৮ মে ) সন্ধ্যায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই সভা শেষে এই ঘোষণা আসে।
সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, যথাযথ কাগজপত্র না থাকায় এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, ১ নং ওয়ার্ডে মোঃ রাশেদ খান মেনন, ২ নং ওয়ার্ডে ইমরান হোসেন সজীব, মুন্না হালাদার ও রইস আহমেদ মান্না, ৩ নং ওয়ার্ডে ফিরোজ মল্লিক ও মোঃ মেহেদী হাসান, ১৩ নং ওয়ার্ডে আলহাজ্ব মীর আলফাজ উদ্দীন জসিম, ১৭ নং ওয়ার্ডে কাজী রোকন উদ্দিন ও সাঈদ মাহমুদ, ২২ নং ওয়ার্ডে মোঃ মহিন হাওলাদার এবং ২৭ নং ওয়ার্ডে মোঃ জিয়াউদ্দিন মোল্লা ও মোঃ নুরুল ইসলাম।
সংরক্ষিত মহিলা আসন যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন সংরক্ষিত মহিলা আসন- ৬ (ওয়ার্ড নং- ১৬ -১৭ – ১৮) সাবিহা সুলতানা ও সেলিনা বেগম (ওয়ার্ড নাম্বার -২২ -২৩-২৭ )।
এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শেষে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান রুপণ ও আলী হোসেন।
মেয়র পদে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো আসাদুজ্জামান ও নেসারউদ্দিন। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী।