প্রকাশ: ১০ মে ২০২৩, ২:৫
আসন্ন বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বুধবার (১০ মে) নগরীর ১ নং ওয়ার্ডে গণসংযোগ এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় ইকবাল হোসেন তাপস বলেন, আমি মেয়র নির্বাচিত হলে বরিশাল সিটিকে একটি উৎপাদনমুখি তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, যুগ্ম আহবায়ক কামরুল জামান চৌধুরী, কামাল তালুকদার, মোঃ মোরশেদ ফোরকান, সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, মহানগর কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষক পার্টি নেতা মোসলেম ফরাজি, সদস্য বাবু ননী গোপাল, মোঃ ডালিম, মোঃ জুম্মান, ১নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কর্মীদের চাঙ্গা করতে দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্ন, ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমীন হাওলাদার ও কাজী ফিরোজ রশিদ আগামীকাল বৃহস্পতিবার বরিশালে আসছেন।
হেলিকপ্টারযোগে বরিশাল বিমান বন্দরে পৌছার পর সেখানে এক কর্মী সমাবেশ ভাষন দেবেন দলের চেয়ারম্যান জিএম কাদের। পরে নেতৃবৃন্দ মহানগরীতে দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের বাসভবনে এক দোয়া-মোনাজাতে অংশগ্রহণ শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে।