প্রকাশ: ৪ মে ২০২৩, ২:৮
বাংলাদেশে উন্নয়নের যে জোয়ার বইছে তা থেকে বরিশালবাসী বঞ্চিত। আমি নির্বাচিত হলে বরিশালে যে ইতিহাস ঐতিহ্য রয়েছে তা ফিরিয়ে এনে একটি সুন্দর বরিশাল নগরী গড়ে তুলব। এজন্য আপনাদের সাংবাদিকদের সহযোগিতা চাই। বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে এ কথাগুলো বলেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
এসময় মেয়র প্রার্থী আরও বলেন, বরিশালের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অন্যরকম দুর্বলতা আছে। সেই দুর্বলতা থেকেই আগামীতে নতুন বরিশাল গড়ার লক্ষ্যে আমাকে মনোনয়ন দিয়েছেন। সকলের সমর্থন পেলে নাগরিকদের স্বার্থ বিবেচনা করে একটি নতুন বরিশাল গড়ে তোলার চেষ্টা করবো।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাছির উদ্দিন বাবুলের সভাপতিত্বে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সাথে সাক্ষাত ও মতবিনিময় সভা শেষে তিনি নগরীর সদর রোডে থেকে শুরু করে হাসপাতাল রোড পর্যন্ত ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ এ পর্যন্ত ১৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে মেয়র পদে মোট ৬ জন প্রার্থী, কাউন্সিলর সাধারণ পদে ১০৫ জন এবং সংরক্ষিত আসনে ২৪ জন মনোনয়ন কিনেছেন। ৬ মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি মনোনীত ইকবাল হোসেন তাপস, আওয়ামীলীগ মনোনীত আবুল খায়ের আবদুল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সৈয়দ ফয়জুল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া স্বতন্ত্র সৈয়দ ইসাহাক, আলী হাওলাদার ও লুৎফর কবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রসঙ্গত: আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। ১৬ মে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। ১৮ মে বাছাই, ১৯ থেকে ২১ মে বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ মে আপিল নিষ্পত্তি, ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৬ মে প্রতীক বরাদ্দ করা হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। বরিশাল সিটিতে বর্তমানে মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫।