প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ২৩:৫৬
কুয়াকাটা বাইতুল আরোজ জামে মসজিদের খতিব,বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান এবং কুয়াকাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ ইসাহাক আলীর বাবা আলহাজ্ব আবদুল আলী শেখ (১১২) আজ বিকেল ৩ টা ১৫ মিনিটে বার্থক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.... ।
মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা, আত্মীয় স্বজন বহু গুনগ্রাহী রেখে গেছেন। ঐতিহ্যবাহী শেখ পরিবারে তার জন্ম। তার বাবার নাম আরোজ আলী। মরহুমের জানাজা নামাজ আজ ১০ এপ্রিল (সোমবার) রাত ১০ টায় পর্ষটন হলিডে হোমস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মরহুমের মুর্ত্যুতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম, মহিপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ,যুবলীগ,বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন শোক জানিয়েছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন মহল।