প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ২:৪৮
রাজবাড়ী জেলায় 'মুজিববর্ষ' উপলক্ষে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আরও ২৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেতে যাচ্ছে। এ নিয়ে জেলায় মোট ২৩৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়স্থল নিশ্চিত কারা হয়েছে।
সোমবার (২০ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
জেলা প্রশাসক জানান, চতুর্থ পর্যায়ে জেলার ৫ টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় ২৭৭ টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৫ টি, গোয়ালন্দে ২ টি,বালিয়াকন্দিতে ১২০টি ও পাংশা উপজেলায় ১২০টি ঘর দেওয়া হবে। এছাড়াও সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী 'ক' শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবার না থাকায় রাজবাড়ী সদর,পাংশা ও বালিয়াকান্দি উপজেলাকে 'ক' শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।এর আগে কালোখালি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ রাজবাড়ীর ২৭৭টি সহ সারা দেশে মোট ৩৯ হাজার ৩৬৫টি ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো.রফিকুল ইসলাম,রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকন্ঠের সম্পাদক ও প্রকাশক খন্দকার আব্দুল মতিনসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।