প্রকাশ: ৮ মার্চ ২০২৩, ১:৫৪
‘‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবো নিরসন”এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের হয়ে হিলি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একাই স্থানে গিয়ে শেষ হয়।
পরে অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ অনেকে।