প্রকাশ: ৮ মার্চ ২০২৩, ১:৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দেশের বৃহত্তম যৌনপল্লীর নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতির আয়োজনে ডিজিটাল 'প্রযুক্তি ও উদ্বোধন জেন্ডার বৈষম্য করবে নিরসন ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার (৮মার্চ) সকাল সারে ১১টায় মুক্তি মহিলা সমিতি এর আয়োজনে আলো প্রোগ্রামের আওতায় ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী দিবস বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা আয়োজন করা হয় ।
আলোচনা সভায় ,মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চম্পা খাতুন, মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মন্জু সহ অন্যান্যরা।
প্রোগ্রাম কো-অর্ডিনেটর আখি আক্তারের সঞ্চালনায় এসময় বক্তারা নারী নির্যাতন, কর্মক্ষেত্রে নারী বৈষম্য ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।