প্রকাশ: ৭ মার্চ ২০২৩, ১:১৭
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেনী পেশার হাজারো মানুষ। আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামীলীগ ও সহযোগী সংঠনের নেতাকর্মীরা।
এছাড়া সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পটুয়াখালী-৪ আসনের এমপি মো. মহিব্বুর রহমান মহিব এমপি। এসময় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জাতির পিতার মুর্যালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা প্রশাসনের অয়োজেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মো: মহিবুর রহমান মহিব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পানি সম্পদ প্রতি মন্ত্রী, মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, সহ-সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, ওসি জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল,কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার প্রমূখ।
সভাশেষে বঙ্গবন্ধুর ভাষন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশু -কিশোর ও উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।