প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১:৯
টাঙ্গাইলে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল ০২(গোপালপুর -ভূঞাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল ০৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল ০৭(মির্জাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন থানার ওসি, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।