প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১:৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ২ শতাধিক দুঃস্থ অসহায় প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরন করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দৌলতদিয়া রেস্টহাউজ চত্ত্বরে তিনি এ কম্বল বিতরন করেন।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর নিজস্ব তহবিল থেকে এ কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য শেখ মো. নিজাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর আলাউদ্দিন মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু, দৌলতদিয়া ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো. আশরাফ হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শামীম মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রুবেল, আবু বক্কর সিদ্দিক খোকন প্রমুখ।