
লালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৩

নাটোরের লালপুরে আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃদ্ধা রাবেয়া বেগম তার নাতনির সাথে আজিমনগর রাতে রেলওয়ে স্টেশন সংলগ্ন মাদ্রাসায় ইসলামী জালসা শুনতে গিয়েছিল। তার নাতনি জালসা শেষে ভুল করে বৃদ্ধাকে রেখে বাড়ি চলে যায়। পরে রাবেয়া রাস্তা ভুল করে রেললাইন ধরে বাড়ি ফিরছিল। এসময় পেছন থেকে আসা ঢাকা গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করেছে।’
এছাড়া লালপুরে মাটিবাহী ট্রাক্টর থেকে পড়ে একই গাড়ির হেলপার ফরহাদ আলী (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার মহোরকায়া গ্রামের আজিত মোল্লার ছেলে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহোরকায়া ঝাপড়া বটতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মাটি বহনকারী ট্রাক্টরের হেলপার ফরহাদ ট্রাক্টরে করে ঝাওতলা এলাকায় কাজে যাচ্ছিলেন। এসময় ট্রাক্টরের উপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ফরহাদ। ট্রাক্টরের চালক তসলিম (২০) ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়।
লালপুর থানার ওসি মোনয়ারুজ্জজামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক সুরতাহাল করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ
