প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৩, ১:৩২
উপজেলা পর্যায়ে ’’সন্ত্রাস, জঙ্গীবাদ, প্রতিরোধে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে কালিহাতী উপজেলা ইসলামিক ফাউন্ডেশন।
উপজেলার সকল ইমামদের নিয়ে এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ ফেব্রুয়ারি সোমবার সকালে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার আলী বি,কম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার ও কালিহাতী থানা ইনচার্জ মোল্লা আজিজুর রহমান প্রমুখ।