প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০:৫৯
মহিপুরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। । শনিবার দুপুরে কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান এমপি প্রধান অতিথি ছিলেন।
এসময় মহিপুর থানা সদর এলাকার চার ইউনিয়নের দুই হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন,কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন,সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন দুলাল, সুলতান হাওলাদার,কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি মনিরুল ইসলাম, মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদার প্রমুখ।
এসময় এমপি মহিব্বুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ
মপি মুহিব বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে বিধায় সাধারণ জনগণের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আগামীতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।