প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৩, ১:১
টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা চরাঞ্চলের নদী ভাঙন কবলিত অসহায় মানুষের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে রাস্তার পাশে আশ্রয় নেয়া নদী ভাঙন কবলিত অসহায় মানুষের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বেলাল হোসেন বলেন- আমরা প্রধান মন্ত্রীর শীতের উপহার জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলার যমুনা নদী ভাঙন কবলিত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছি। আরও কম্বল আসলে সেগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণের জন্য আমরা ইউপি চেয়ারম্যানদের মাঝে কম্বল ভাগ করে দিয়েছি।