প্রকাশ: ১ জানুয়ারি ২০২৩, ০:৩৬
নতুন বছরের শুরুতেই নতুন বই পাওয়ায় আনন্দে দিশেহারা শিক্ষার্থীদের বিপুল উৎসাহ ও আনন্দ ঘেরা পরিবেশের মধ্যদিয়ে বরিশালের হিজলা উপজেলায় অনুষ্ঠিত হলো পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০২৩।
উৎসব উপলক্ষ্যে রবিবার ১ জানুয়ারি সকাল এগারোটায় উপজেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত টি,টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টি,টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে এসময় উভয় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।