প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০:২৪
২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদের শূন্য ব্রাহ্মণবাড়ি-২ সরাইল- আশুগঞ্জ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনলেন যারা। ২৬ ডিসেম্বর জাতীয় পার্টি বিশ্বস্ত সূত্রে তথ্য জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনলেন যারা এড. রেজাউল ইসলাম ভূইঁয়া, এড.মো.আব্দুল হামিদ ভাসানী,অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া, মো.শরাফত আলী, মো. নজরুল ইসলাম শাহাদাত, মো.মোবারক হোসেন, এ কেএম কাজল মিয়া,মো. আলমগীর মিয়া উজ্জল, রাজু আহমেদ জুয়েল,আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৫ জানুয়ারি।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।