প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০:৪১
টাঙ্গাইলের ভূঞাপুরে শিশু-কিশোরদের টিভি,মোবাইল গেমস আসক্তি থেকে মুক্ত থাকার জন্য শিক্ষামূলক ক্লাব গঠন করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার গোবিন্দাসী নবতরঙ্গ ক্লাব মাঠে এক আলোচনা সভা ও ক্লাব গঠন করা হয়।
আলোচনা সভায় কামরুজ্জামান আনছারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক, দৈনিক আজকের পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি ফুয়াদ হাসান রঞ্জু, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইউসুফ আলী, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো: আছরউদ্দিন, ক্রীড়া সংগঠক মো: মাসুদ আকন্দ, নাসির উদ্দিন,রফিকুল ইসলাম রফিক, আঃ মালেক প্রমুখ।
উক্ত ক্লাবে এলাকার শিশু-কিশোরদের নতুন সদস্য নিয়ে ক্লাব গঠনের কার্যক্রম শুরু হয়।