প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ১:৪০
“মানুষের মাঝে বৈষম্য নয়, চাই সাম্য চাই মানবতা” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার সুবিল ইউনিয়নের ‘বুড়িরপাড় শিশু পার্কে’ মঙ্গলবার দিনব্যাপী ভূমিহীন সংগঠনের আঞ্চলিক দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মোঃ বাতেন সরকারকে সভাপতি এবং মোঃ হান্নান মূন্সীকে সাধারন সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
ভূমিহীন নেতা আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে এবং প্রবীণ রাজনীতিক মোঃ হান্নান মূন্সীর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি কমরেড পরেশ কর। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলার সাবেক সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। নিজেরা করি সংস্থা’ কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার। এছাড়াও অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, রসুলপুর উপ-কেন্দ্রের কর্মী সুপ্রিয়া মন্ডল, উজ্জল হোসেন। ভূমিহীন নেতা ফজর আলী মেম্বার, নাজমা বেগম, আবু মিয়া, জবেদা খাতুন প্রমুখ।
সম্মেলনে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নিজেরা করি সংস্থার কুমিল্লা জেলা সংগঠক আব্দুল জব্বার।
১১ সদস্যের নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি- মোঃ বাতেন সরকার, সহ-সভাপতি- রোকেয়া বেগম, সাধারন সম্পাদক- মোঃ হান্নান মূন্সী, সহ-সাধারন সম্পাদক- মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক- মোঃ আবু মিয়া, কোষাধ্যক্ষ -নাছিমা বেগম, প্রচার সম্পাদক - মনির হোসেন। সদস্য- নাজমা বেগম, মোঃ জামাল হোসেন, পুতুল রাণী বর্মণ, মোঃ রফিজ উদ্দিন।
সম্মেলনে ভূমিহীন আঞ্চলিক সাংস্কৃতিক দলের পরিবেশনায় গনসঙ্গীত, নাটক ‘প্রতিবাদ’ পরিবেশন করা হয়।