https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এশিয়ার সবচেয়ে বড় আমগাছ দেখতে পর্যটকদের ভিড়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০:৭

শেয়ার করুনঃ
এশিয়ার সবচেয়ে বড় আমগাছ দেখতে পর্যটকদের ভিড়

ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় ছড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী অসংখ্য দর্শনীয় বিষয়। এর মধ্যে রয়েছে আলোচিত ঐতিহ্যবাহী ২০০ বছরের পুরোনো সূর্যপুরী আমগাছ। ফলে এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আমগাছের স্বীকৃতি পেয়েছে। ভারতের সীমান্তবর্তী উপজেলা বালিয়াডাঙ্গীর হরিণমারী (নয়াপাড়া) গ্রামে বিশাল এ আমগাছটির অবস্থান। প্রায় ২ দশমিক ৫ বিঘাজুড়ে বিস্তৃত সূর্যপুরী গাছটি। প্রায় ৮০ থেকে ৯০ ফুট উঁচু এ গাছের পরিধি প্রায় ৩৫ ফুট।

সরেজমিনে গেলে দেখা যায়, প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠা আমগাছটি ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আজও। গাছটির বিশালাকৃতির কারণে দূর থেকে দেখলে মনে হবে এটি বিশাল একটি ঝাউগাছ। কিন্তু কাছে গেলে ধারণা বদলে যায় সবার। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এই আমগাছ দেখার জন্য এখানে ভিড় জমায়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

স্থানীয়রা গাছটির সঠিক কোনো তথ্য দিতে না পারলেও তাদের মতে, সূর্যপুরী জাতের এত বড় আমগাছ বাংলাদেশের আর কোথাও নেই। তাই প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন গাছটি একনজর দেখার জন্য। বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি থেকে বেশি। জনপ্রতি দর্শনার্থীদের কাছে নেয়া হচ্ছে ২০ টাকা করে টিকিট। টিকিট বিক্রি থেকে যা আয় হয়, তা দিয়ে গাছটির পরিচর্যা করা হয়।

জানা যায়, ২০০ বছরের বেশি বয়স হলেও গাছটিতে আমের বাম্পার ফলন হয়। প্রতিবছর প্রায় ৭০ থেকে ৮০ মণের বেশি আম পাওয়া যায় গাছটি থেকে। এগুলোর মূল্য বাজারের অন্যান্য আমের চেয়ে দ্বিগুণ। আমের মৌসুমে গাছের পাশেই তা বিক্রি করা হয়। গাছটির বয়স প্রায় ২০০ বছরেরও বেশি, এমনই ধারণা স্থানীয়দের।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এর বর্তমান মালিক স্থানীয় বাসিন্দা দুই ভাই সাইদুর রহমান ও নূর ইসলাম। তবে তারাও বলতে পারেন না ঠিক কবে গাছটির চারা রোপণ করা হয়েছিল। তবে অনুমান করে তারা বলছেন, প্রায় ২০০ বছর হবে গাছটির বয়স।

দিনাজপুর থেকে পরিবারসহ গাছটি দেখতে এসেছেন জয়নুদ্দিন নামের এক দর্শনার্থী। তিনি বলেন, অনেকের মুখে শুনেছি এই গাছটির কথা। আজ পরিবারসহ এলাম। আসলেই গাছটি অনেক সুন্দর। গাছটির ডালপালা অনেক বড়। অনেক ভালো লাগলো গাছটি দেখে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পীরগঞ্জ থেকে তাসিন, সুমন, মামুনসহ কয়েকজন এসেছেন দেশের সবচেয়ে বড় গাছটি দেখতে। তারা বলেন, অনেকের মুখেই শুনেছিলাম গাছটির কথা। তাই আজ বন্ধুরাসহ এসেছি। গাছটির ডালপালাগুলো অনেক বিস্তৃত। সবই ঠিক আছে, তবে চারপাশের পরিবেশ খুব একটা ভালো না। এখানে খাওয়ার মতো তেমন কোনো ভালো হোটেল নেই। না আছে বিশ্রাম নেয়ার মতো তেমন কোনো কিছু। যদি এসব সংস্কার করা হয়, তাহলে হয়তো যারা দূর থেকে আসেন, তাদের জন্য অনেক ভালো হবে।

ঠাকুরগাঁও শহর থেকে গাছটি দেখতে এসেছেন আসাদুজ্জামান। তিনি বলেন, গাছটিকে দূর থেকে দেখলে মনে হয় জঙ্গলে ঘেরা কিছু। কাছে এলে বোঝা যায় এটি আমগাছ। দৃশ্যটা অনেক সুন্দর। তবে গাছটির আশপাশ যদি সংস্কার করা হয়, যেমন এখানে বসার জন্য কোনো ব্যবস্থা, শিশুদের জন্য খেলার কোনো ব্যবস্থা, এককথায় এটাকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে যদি গড়ে তোলা হতো, তাহলে মানুষ আরও বেশি করে আসবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সূর্যপুরী গাছের মালিক সাইদুর রহমান বলেন, গাছটি আমার বাবার দাদার (প্রপিতামহ) লাগানো। এরপর থেকে আমাদের পরিবারের লোকজনই পরম্পরায় এটাকে দেখাশোনা করে। ধীরে ধীরে গাছটি আকারে বাড়তে শুরু করে। গাছটির অদ্ভুত দিক হলো এর ডালগুলো। মূল কাণ্ড থেকে ডাল বেরিয়ে একটু ওপরে উঠে আবারও তা মাঠিতে নেমে গেছে। তারপর আবারও ঊর্ধ্বমুখী হয়ে ওপরে উঠেছে। দেখতে অনেকটা নদীর ঢেউয়ের মতো উঁচু-নিচু।

গাছের মূল কাণ্ড থেকে বেরিয়েছে ২০টির মতো শাখা। গাছটির শাখাগুলোর দৈর্ঘ্য আনুমানিক ৪০ থেকে ৫০ ফুটের মতন। গাছের প্রতিটি ডালে চাইলে অনায়াসে হাঁটাচলা ও বসা যায়। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন। বিষয়টি আমাদেরও ভালো লাগে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, গাছটি আমাদের জেলার একটি ঐতিহ্য। দীর্ঘ বছরের পুরোনো গাছটি। আমরা এলাকাটিকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য মন্ত্রণালয় বরাবর একটি বরাদ্দের আবেদন করেছি। আশা করছি, বরাদ্দ পেলে আমরা এখানকার সৌন্দর্যবর্ধন করতে পারবো।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, এটা ব্যক্তি মালিকানাধীন গাছ। যেহেতু এটা পর্যটন সম্ভবনাময়, তাই আমরা একে কেন্দ্র করে সেখানে রেস্ট হাউস, মানুষের বসার জায়গাসহ দর্শনার্থীদের জন্য যা যা প্রয়োজন, সে কাজগুলো আমরা করবো। যাতে ঐতিহ্যবাহী এ গাছটি সব সময় মানুষের নজরে থাকে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

যেভাবে যাবেন: ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গীর দূরত্ব ২৫ কিলোমিটার। রাণীশংকৈল থেকে ৩০ কিলোমিটার আর বালিয়াডাঙ্গী থেকে দূরত্ব ১০ কিলোমিটার। ঢাকা থেকে হানিফ, শ্যামলি, নাবিল, তাজসহ বিভিন্ন পরিবহনে ঠাকুরগাঁও যেতে পারবেন। এ ছাড়া ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী যেতে লোকাল বাস সার্ভিস আছে। লালমনিরহাট বা ঠাকুরগাঁও রুটে চলাচলকারী ট্রেনেও যেতে পারেন। বাসভেদে ভাড়া পড়বে ৬০০ থেকে ৬৫০ টাকা। আর ট্রেনে ৬৫০ থেকে ১৬০০ টাকা। আর বিমানযোগে যেতে চাইলে ৩৬০০ টাকা সৈয়দপুর পর্যন্ত (টিকিটের দর ওঠানামা করে)। তারপর সৈয়দপুর থেকে বাসে ১০০ টাকা ভাড়া পড়বে। সবশেষ গাছটি দেখতে আপনাকে ২০ টাকায় টিকিট কাটতে হবে।"

https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বিএনপি কার্যালয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন, উত্তেজনা তুঙ্গে

বিএনপি কার্যালয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন, উত্তেজনা তুঙ্গে

জামালপুর জেলা বিএনপির কার্যালয় দখল নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা সিরাজুল হক প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে এবং বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জামালপুর পৌর শহরের শফির মিয়ার বাজার এলাকায় বিএনপি কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে সিরাজুল

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, অস্ত্রব্যবসায়ীর স্বীকারোক্তি

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, অস্ত্রব্যবসায়ীর স্বীকারোক্তি

খুলনায় পুলিশের লুট হওয়া শটগান ও ৭ রাউন্ড গুলিসহ দুই জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাত এবং আজ বৃহস্পতিবার সকালে খুলনা নগরীর হরিণটানা থানার বাঙ্গালবাড়ি সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের সবুর সরদারের ছেলে খাইরুল সরদার এবং নগরীর বাঙ্গালবাড়ি সড়কের প্রয়াত আব্দুল খালেকের ছেলে ফারুক হোসেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে

আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার

আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর পাশে অবস্থিত ভেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হওয়া এলাকা ও পানিবন্দি মানুষদের দেখতে ও ত্রাণ বিতরণ করতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সফর করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসময় তিনি পানিবন্দি জনগণের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেন। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে আশাশুনি উপজেলার ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। ৪ হাজার ৫০০ বিঘা

পরকীয়া জেরে চাটখিলে যুবকের আত্মহত্যা

পরকীয়া জেরে চাটখিলে যুবকের আত্মহত্যা

নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।   বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামে তার নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।   নিহত লোকমান হোসেন (৩২) উপজেলার একই গ্রামের কাসেম আলী চৌকিদার

সাজেক পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ

সাজেক পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাঙ্গামাটির সাজেকের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। বিজিবি সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বিজিবির হেলিকপ্টারযোগে উক্ত প্রতিনিধি দল রাঙ্গামাটির বাঘাইহাট এলাকা পরিদর্শন করেন। সেখানে ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ানের কার্যক্রম এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অবস্থা পর্যালোচনা করা হয়। দুপুর