প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ২২:৫২
ব্রাহ্মণবাড়ি সরাইলের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সরাইল ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় সরিষা, গম,ভুট্টা,মসুর,ও পেঁয়াজ ফসল উৎপাদনের জন্য ৯ টি ইউনিয়নে পর্যায়ক্রমে ২ হাজার ১৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে।
এ উপলক্ষ্যে শনিবার (১৯ নভেম্বর) সকাল ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রনোদনা বিতরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সরাইল উপজেলা নবাগত নির্বাহী অফিসার মো.সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।
উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান রোকেয়া বেগম,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.একরাম হোসেন। আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। আলোচনা সভায সঞ্চালনা করেন, উপজেলা কৃষি অফিসের উপ- সহকারী কর্মকর্তা মো. মাসুদুর রহমান ভূইঁয়া।
আলোচনা সভা শেষে প্রাথমিক পর্যায়ে ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়েছে।