প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১:১০
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে এ বৃক্ষরোপণ এই কর্মসূচী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. জাকির হোসেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আমিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. জালাল হোসাইনসহ চার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ।