প্রকাশ: ৮ অক্টোবর ২০২২, ২:৪৩
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখানপাড়া এলাকার মো.নুরুল ইসলামের ছেলে মো. আলআমিন (১৩)। পরিবারে চার সন্তানের মধ্যে আলআমিন তৃতীয়। তার বাবা ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে গাড়ি চালকের কাজ করেন। আলআমিন স্থানীয় দুদুখান পাড়া সরকারি প্রাথমকি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো আলআমিন গত মঙ্গলবার বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণে অংশ নিতে এসে আর বাড়ি ফেরেনি।
ঘটনার তিন দিন পর গতকাল শুক্রবার বিকেলে তার মায়ের মুঠোফোনে অজ্ঞাত স্থান থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতকারীরা। বিষয়টি নিয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে জানানো হয়েছে।
আলআমিনের মা নার্গিস খাতুন বলেন, প্রতিদিনের মতো আলআমিন মঙ্গলবার বিকালে ফুটবল খেলা প্রশিক্ষণের জন্য সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে যায়। সন্ধ্যা অবধি বাড়ি না ফেরায় তারা অনেক চিন্তিত হয়ে পড়ে। পরে আত্নীয় স্বজনের বাড়িতে বাড়িতে খোজ করেও কোন হদিস মেলেনি। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে হঠাৎ তার মোবাইল ফোনে অপরিচিত এক নাম্বার থেকে এক ব্যক্তি কল দিয়ে অজ্ঞাত স্থান থেকে ছেলেকে তাদের জিম্মায় রাখার কথা জানায়। তাকে মুক্ত করতে নগদ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তারা আরো বলে, ৫০ হাজার টাকা দ্রুত না পাঠালে ছেলের লাশ বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। অজ্ঞাত ব্যাক্তিরা টাকা না পেয়ে বার বার ফোন দিতেই থাকে। পরিবার থেকে থানায় অভিযোগ দিয়েছে বলে দুষ্কৃতকারীরা ক্ষুব্ধ হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. মনির হোসেন বলেন, আলআমিন নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। তাঁরা স্কুলছাত্রকে উদ্ধারে তৎপর রয়েছেন। আশা করছেন, অতি অল্প সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে সক্ষম হবেন।