প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২, ১:৪২
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গা এলাকায়, চর ছয়গা বহুমুখী দাখিল মাদ্রাসার বহুতল ভবনে কাজ করতে আসা মোঃ তরিকুল ইসলাম(২২) নামে একজন রাজমিস্ত্রির বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে।
সে বরগুনার আমতলি উপজেলার হলদিপাড়া গ্রামের মাঈনুদ্দিন প্যাদার ছেলে বলে জানা গিয়েছে। সে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের রাজমিস্ত্রি হিসেবে কাজ করতে এসেছিলেন হিজলা উপজেলার ওই মাদ্রাসায়।
এলাকা সূত্রে জানা গিয়েছে , রবিবার ৪ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসার ক্লাস চলছিলো। এসময় আকাশে কালো মেঘ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো। রাজমিস্ত্রি তরিকুল ভবনের কাছেই একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলো। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হিজলা হরিনাথপুর ফাঁড়ির ইনচার্জ আঃ রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি ঘটনা স্থানে যাচ্ছেন।