প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১:৩৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া এলাকার মৃত করিম মন্ডলের মেঝো ছেলে উজানচর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. শমসের মন্ডল (৬০) এর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ আগস্ট) রাত আড়াইটায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন সম্পূর্ণ করা হয়।
জানয নামাজে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শহিদুল ইসলাম খান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামচু মন্ডল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও সহকর্মীবৃন্দ প্রমুখ।
বিএনপি’র বর্ষিয়ান নেতা মো. শমসের মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।