প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ২৩:৩৮
প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের অন্তরালে ৪২ বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত জালিয়াতি কান্ডে এবার দুদক বাদী হয়ে মামলা দায়ের করেছে। দুদক পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাভেদ হাবীব বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় কারাগারে থাকা সার্ভেয়ার মোঃ হুমায়ূন কবিরকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আসামিদের নামে ১৬ ই আগস্ট বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়। দুদক পটুয়াখালী উপ-পরিচালক মোঃ মামুনুর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক পটুয়াখালী উপ-পরিচালকের কার্যালয় সূত্র জানান, দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর এ মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলাটি ফাইনাল রিপোর্টে নথিজাত করা হয়েছে। এর আগে কলাপাড়া থানা পুলিশ ভূমি অফিস সার্ভেয়ার মোঃ হুমায়ুন কবিরকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করে। এছাড়া সংগঠিত অপরাধের বিষয়টি দুদক আইনের তফসিলভুক্ত হওয়ায় পরবর্তীতে দুদক, পটুয়াখালী উপ-পরিচালকের কার্যালয়কে লিখিত ভাবে অবগত করা হয়।
এদিকে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এ ঘটনায় এখনও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯) এর কাছে তদন্ত সম্পর্কিত বিষয় জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার সাংবাদিকরা যোগাযোগ করার পরও তাকে পাওয়া যয়নি।
দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মামুনুর রশিদ চৌধুরী বলেন, ৭২ একর খাস জমি বন্দোবস্ত জালিয়াতির ঘটনায় দুদক বাদী হয়ে মামলা দায়ের করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগের জন্য দুদক প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়ে। দুদক উপ-পরিচালক আরও বলেন, ভুয়া বন্দোবস্ত বাতিল করলেই তো সব শেষ হয়ে যায় না, অপরাধ তো সংঘটিত হয়েছে। তদন্তে যাদের সম্পৃক্ততার তথ্য, প্রমাণ পাওয়া যাবে তারা সকলেই আসামির তালিকায় অন্তর্ভুক্ত হবেন।