প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ২৩:৩৮
দিনাজপুরের হিলিতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্য,সাংবাদিকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপজেলা ভাইস চেয়ারম্যন শাহীনুর রেজা শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার দাসসহ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এতে বক্তারা ভোক্তা অধিকার আইন সম্পর্কে সকলকে অবহিত করেন।সেই সাথে পণ্যের বাড়তি দাম নেওয়া হলে বা নকল পণ্য বিক্রয়ের মাধ্যমে ভোক্তাকে ঠকানো হলে বিষয়টি অবহিত করলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।